বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মনোরঞ্জন শীল এমপি

নভেম্বর ২১ ২০২২, ১৯:৩৩

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলায় সামাজিক মুল্যবোধ, গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ে সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের বালুবাড়ীস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আয়োজনে দিনাজপুর পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সিধেন চন্দ্র সিংহ’র সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি)।

মনোরঞ্জন শীল গোপাল বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানাতে ও শেখাতে হলে স্কুল পর্যায় থেকে শুরু করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি ফেকাল্টি রয়েছে। মাধ্যমিক পর্যায়ে নেই। তাই ৫ম শ্রেনি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত সংস্কৃতি ভাষা চর্চার বিষয়গুলো প্রবর্তন করা উচিত। আর এই প্রজন্ম যদি সংস্কৃতি চর্চা করতে থাকে তাহলে পবিত্র গীতা বা ধর্মীয় বিষয় গুলি পড়তে ও বুঝতে সহজ হবে এবং তারা বিপথে যাবে না।

বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। কারণ এদেশে সংখ্যলঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষনের জন্য শেখ হাসিনার চেয়ে বেশি কেউ ভাবে না। শুধু প্রশিক্ষণ নিয়ে চলে গেলে চলবে না, আপনাদের কাছে জনগনের যে আস্থা, বিশ্বাস রয়েছে তার মর্যাদা রক্ষা করতে হবে। সেই আস্থা নষ্ট করা যাবে না।

বিশেষ অতিথি ছিলেন, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক মোঃ মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী।

আয়োজকরা জানান, ৯ দিন ব্যাপী প্রশিক্ষণে ২৫ জন সেবাইত অংশগ্রহণ করেন। প্রথম ৩ দিন সামাজিক মুল্যবোধ, পরের ৩ দিন গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ এবং শেষের ৩ দিন কৃষি ও বনায়ন বিষয়ে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণে অংশ নেয়া প্রত্যেককে একটি করে পবিত্র গীতা, ব্যাগ ও ধুতি প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শংকর কুমার দাস।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও