রূপগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যু

আগস্ট ০৯ ২০২৩, ১১:৩৫

Spread the love

দরূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে একজন মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তাকে কাঞ্চন সামাজিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে সোমবার রাতে ঢাকামেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডাঃ আলমিনা দেওয়ান কাঞ্চন পৌর এলাকার মিছির আলী দেওয়ানের মেয়ে। তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।

আলমিনা দেওয়ানের ভাই জিসান দেওয়ান জানায়, বিএসএমএমইউতে পড়ালেখা করছিলেন তিনি। আসছে জানুয়ারিতে তার চুড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত ২৪ জুলাই তার জ্বর আসে। ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভার কেয়ার থেকে তার পরিবারকে জানানো হয় তিনি অলরেডি ব্রেইন ডেড। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে। সেখানে তিন দিন নিবির পর্যবেক্ষনে থেকে সোমবার রাত্র দেড়টার দিকে সে মৃত্যু রবণ করে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও