খুলনা জেলার উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

আগস্ট ১৬ ২০২৩, ২৩:৪৭

Spread the love

সাগর কুমার বাড়ই ,ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ১৬ আগস্ট ~২০২৩ ইংরেজি বুধবার সকাল ১১ টার দিকে খুলনা জেলার উপজেলা পরিষদের হলরুমে নাগরিক উদ্যোগের আয়োজনে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়।

তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা ( জা সা স ) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খাঁন , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম , উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা ও সহকারি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন।

সভায় স্বাগত বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাশ।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ে প্রাথমিক বক্তব্য দেন জেলা ভলান্টিয়ার জয়দেব দাস ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তেরখাদা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও প্রধান শিক্ষক সাংবাদিক মোঃ রবিউল ইসলাম , জেলা ভলান্টিয়ার কিশোর কুমার , আদর্শ যুব ক্লাবের সভাপতি প্রসেনজিৎ মন্ডল সিবিও সদস্য রমেশ রায় , সিএসও সুনীতা রানী দাস,নাগরিক উদ্যোগের চেইঞ্জ এজেন্ট প্রান্ত বিশ্বাস।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও