গৌরীপুরে চার এএসআইসহ ৫ পুলিশ বরখাস্ত

এপ্রিল ৩০ ২০১৯, ২৩:৪২

Spread the love

ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা ও বিনা পোশাকে অভিযান পরিচালনাসহ নানা অভিযোগে চার এএসআই ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার বরখাস্তের বিষয়টি সাংবাদিকদর  নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সাদা পোশাকে অভিযান পরিচালনা করার অভিযোগে মঙ্গলবার এএসআই আবদুল আউয়াল, এএসআই কামরুল ইসলাম, এএসআই আনোয়ার হোসেন, এএসআই রুহুল আমিন ও কনস্টেবল আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এর আগে ওই পাঁচ পুলিশ সদস্যকে সোমবার ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয় ।

অপরদিকে গৌরীপুর থানার পুলিশের বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির ঘটনা বেরিয়ে আসছে।তিন মাস আগে এএসআই আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশ গৌরীপুর পৌর শহরের সুইপার কলোনীতে এক যুবককে মাদক দিয়ে আটকের চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার হন। তার নেতৃত্বেই বোকাইনগর ইউনিয়নের সামছুল হকের পুত্র সোহাগ মিয়াকে দোকান থেকে ধরে এনে ফাঁসিয়ে দেন। লুটে নেন ১৮ হাজার টাকা।

সহনাটী ইউনিয়নের এক মুদি দোকানদারকে আটক করে ২৫ হাজার টাকার বিনিময়ে ছাড়া পান বলেও অভিযোগ উঠেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও