রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের আমরণ অনশনরত অবস্থায় এক পাটকল শ্রমিকের মৃত্যু

ডিসেম্বর ১২ ২০১৯, ২০:৩৬

Spread the love
আগমনী ডেস্কঃমজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের আমরণ অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক আবদুস সাত্তার (৫৫) মারা গেছেন।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আবদুস সাত্তার অনশনরত অবস্থায় সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সন্ধ্যায় মারা যান।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান বলেন, অনশনে অসুস্থ হয়ে গেলে শ্রমিক সাত্তারকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এদিকে আবদুস সাত্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকদের গগনবিদারী শ্লোগানে কেঁপে ওঠে গোটা শিল্পাঞ্চল।

আন্দোলনে থাকা পাটকলগুলো হচ্ছে ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও জেজেআই জুট মিল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও