চুরি ছাড়া নৌকা পাশ করলে সমুদ্রে গিয়ে ডুব দেব: কাদের সিদ্দিকী

ডিসেম্বর ২৯ ২০১৯, ০০:০৮

Spread the love
আগমনী ডেস্কঃ আজ শনিবার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি তাদের (আওয়ামী লীগ) চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে চুরি না করে নৌকা যদি পাশ করে তাহলে আমি সমুদ্রে গিয়ে ডুব দেব।কাদের সিদ্দিকী বলেন, এই দেশে কেউ চিরস্থায়ী না। এই কথাটা কেন যে আওয়ামী লীগের লোকেরা ভাবতেছে না, আমি সেটাই বুঝি না।

জনগণকে পাশে না পেলে কেউ জয়ী হতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাই বলছি ভোট হয়নি। দেশের সব মানুষ বলছে ভোট হয়নি। তাহলে সাড়ে তিন শ’ জনকে নিয়ে যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট অবৈধ।’

‘ভাত খাবার সময় যেমন প্লেট থেকে দুয়েকটা ভাত পড়ে যায়, তেমনি সাড়ে গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে তারা নির্বাচিত ঘোষণা করেছিল। সেই আটজনও এই সংসদে আছে। যদি সংসদ অবৈধ হয়, তাহলে আপনাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) আটজনও অবৈধ। হয় তারা পদত্যাগ করুক ৩০ তারিখের আগেই। না হয় তাদের বহিষ্কার করা হোক। দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে’— বলেন বঙ্গবীর।

কাদের সিদ্দিকী বলেন, ‘দ্বি-চারিতা করা রাজনীতিতে শুভ কথা নয়। একদিকে থাকতে হবে। সেদিক হচ্ছে মানুষের দিক। মানুষের দিক ছাড়া অন্যদিকে গিয়ে লাভ নেই।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও