কাওরান বাজারে ব্যবসায়ী,বিক্রেতা ও কমর্চারী মিলে ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন

এপ্রিল ২১ ২০২০, ২২:০১

Spread the love

আগমনী ডেস্কঃরাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ী, বিক্রেতা ও কমর্চারী মিলে এখন পর্যন্ত ৬জন আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে কাওরান বাজারে এখন থেকে আর কোনও খুচরা বিক্রেতা বসতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।মঙ্গলবার (২১ এপ্রিল) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হাসনাত খন্দকার একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত।

ওসি জানান, বাজারে গাড়িগুলা ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। আর বাজার থেকে বেরিয়ে যাবে পেট্রোবাংলা এবং টিসিবি ভবনের সামনের রাস্তা দিয়ে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও