কুমিল্লায় রোগীর পেটে গজ রেখেই সেলাই করলেন চিকিৎসক!

আগস্ট ১১ ২০২০, ১৪:০৬

Spread the love
আগমনী ডেস্কঃ কুমিল্লার বরুড়া পৌর এলাকার ফেয়ার হসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতালে রোগীর পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কুমিল্লার বরুড়া পৌর এলাকার ফেয়ার হসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

৯ আগস্ট কুমিল্লার আদালতে মামলাটি করেন রোগীর ভাই তানজিদ সাফি অন্তর। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে।

মামলায় ওই হসপিটালের ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন ও ডা. মো. রাশেদ-উজ-জামান রাজিবকে আসামি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে রোগীর ভাই ও মামলার বাদী তানজিদ সাফি অন্তর সাংবাদিকদের এসব তথ্য জানান।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ এপ্রিল রাতে বরুড়া পৌর এলাকার বরুড়গ্রামের কাশেম শফি উল্লার (কাজল) মেয়ের পেটে প্রচন্ড ব্যথা হয়। ওই দিন রাতে স্বজনরা তাকে বরুড়ার ফেয়ার হসপিটালে ভর্তি করেন। পরে ১৩ এপ্রিল ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের তত্ত্বাবধানে ডা. মো. রাশেদ-উজ-জামান রাজিব অপারেশন করেন। এ সময় পেটে গজ রেখে সেলাই সম্পন্ন করেন ডা. রাজিব। পরে রোগীর পেটে ব্যথা অনুভব হয়। ব্যথা কমাতে ডা. ইকবাল হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেন।

এভাবে তিন মাস চলার পরও রোগীর ব্যথা কমেনি। পরে রোগীর ভাই তানজিদ সাফি অন্তর তার বোনকে আলট্রাসনোগ্রাফি করান। পেটে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। ১৮ জুলাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আজিজ উল্লাহ ও ডা. মাহমুদ রোগীকে অপারেশন করেন। রোগীর পেট থেকে পুঁজ বের হয়।

তানজীদ সাফি অন্তর বলেন, ডা. ইকবাল ও রাজিব আমার বোনের সঠিক রোগ নির্ণয় ছাড়াই অপারেশন করেন। পরে পেটে গজ রেখেই সেলাই করেন। আবার ব্যথা হলে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক প্রেস্ক্রাইব করেন। তিন মাস এমন হাই পাওয়ারের ওষুধে আমার বোনের অবস্থা আরও খারাপ হয়। সঠিক বিচার চাই। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।

অভিযোগের বিষয়ে ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, অপারেশনের দিন তিনি ছিলেন না। রোগী যেদিন হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছে সেদিনও তিনি হসপিটালে ছিলেন না। তবে তিনি রোগীকে ওষুধ দিয়েছেন। রোগীর অপারেশন করেছেন ডা. রাজিব।

অভিযোগের বিষয়ে ডা. রাশেদ উজ-জামান রাজিব বলেন, ঘটনার যেহেতু চার মাস অতিক্রান্ত হয়েছে, তাই ফাইলপত্র দেখে বিস্তারিত জেনেই কথা বলবো। এখন এ বিষয়ে কিছুই বলতে পারবো না।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও