বরিশালের কাশিপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ৩ ফার্মেসিকে জরিমানা

আগস্ট ২৫ ২০২০, ০৯:১৪

Spread the love

আগমনী ডেস্কঃমেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বরিশাল নগরীর ৩ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায়  জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরীর কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, নগরীর ফিশারি রোড ও কাশিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জামাল মেডিকল হল, জাইয়ান মেডিকেল হল ও নাঈম মেডিকেল হলকে জরিমানা করা হয়। একই সঙ্গে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিল স্টোর নামের একটি মুদি দোকানকে জরিমানা করা হয়। ওই চার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও