নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়নে ওয়ার্ড মেম্বরের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি

অক্টোবর ২৮ ২০২০, ০০:২৪

Spread the love

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়নে ওয়ার্ড মেম্বরের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান ।আহত মিজান এক নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জজ মিয়ার পুত্র ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে এক নং ওয়ার্ড মেম্বর জি এম আমিন হোসেন সাগরের নেতৃত্বে ভুলু,আব্দুর রহমান, মজিবরসহ তাদের দলবল নিয়ে মামুদপুর তাইজুল মার্কেট এলাকায় মিজানের মোটরবাইক থামিয়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় এতে গুরুতর আহত হয় মিজান।পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এদিকে আহত মিজানের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ১১৭৩৭।এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানায়,হামলাকারীরা যতই প্রভাবশালী হোকনা কেন অভিযোগ তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও