নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ভারতীয় চা পাতা ও সুপারী জব্দ করেছে বিজিবি
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৩১ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা ও সুপারী জব্দ করেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) টহল টিম এই অভিযান পরিচালনা করে। বিকালে বিজিবি’র উপ-অধিনায়ক মেজর নূরউদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত সুবেদার মো. শাহাজাহান মৃধার নেতৃত্বে আট সদস্যের টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৭৩/৮-এস হতে দুশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঠালবাড়ী নামক স্থানে অভিযান চালায়।
এসময় এক হাজার ৪৩৫ কেজি ভারতীয় চা পাতা এবং দুই হাজার পিস সুপারি জব্দ করা হয়। আটককৃত চা পাতা সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং সুপারি নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।