দশমাইল হাইওয়ে থানা এলাকায় পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীনের নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর ২৪ ২০২১, ১৮:০৫

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বিপদাপন্ন জনগোষ্ঠীর নিজস্ব উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।

বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন শীতার্তদের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

জগতের কঠিন বাস্তবতায় খাব-খাওয়া আকলিমা বেগম এই শীতে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে ছিলেন। হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীনের নিজস্ব উদ্যোগে কম্বল পেয়ে আবেগে অশ্রু ঝরে আকলিমা বেগমের চোখে।

আকলিমা বেগম বলেন, ‘কাথা নাই, বিছনা নাই, হামার কষ্টেরও শ্যাষ নাই। যে শীত পইছে খুব কষ্ট করি থাকি। কম্বলটা দিয়া হামরা এখন আরামে ঘুম পারিবার পারোমো।’

আকলিমা বেগমের মতো অসহায় দশমাইল হাইওয়ে থানা এলাকার বৃদ্ধা মর্জিনা বলেন, ‘দুইখান ছেঁড়া খ্যাতা দিয়া জার যায় না হামার। কম্বলটা পায়া হামার খুব উপকার হইল। এই শীতত হামাক কম্বল দিছেন দোয়া করি আল্লাহ তোমাক যুগ যুগ বাঁচে রাখুক।’

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পলিশ সুপার(রংপুর সার্কেল) জাহিদুর রহমান চৌধুরী, দশমাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান, রংপুর হাইওয়ে সার্কেল, সাংবাদিক এনামুল মবিন(সবুজ)ও এমন আর জয় চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, দশমাইল হাইওয়ে থানার অফিসার এসআই ননী গোপাল,এসআই মোঃ সফিউল ইসলাম,এএসআই ভবানী কান্ত রায়,এএসআই মিঠুন চন্দ্র সেন,এএসআই বুলবুল ইসলাম, এটিএএসআই মোঃ সেলিম,এটিএএসআই মইনুলসহ দশ মাইল হাইওয়ে থানার সকল ফোর্স ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও