কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীকে চট্টগ্রামে প্রেস ক্লাবে সংবর্ধনা দেওয়া হল

জানুয়ারি ৩০ ২০২২, ১২:০০

Spread the love

আনোয়ার হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি: সরকার ঘোষিত বাংলা একাডেমি পুরস্কার ২০২১ এর কথাসাহিত্য বিভাগে মনোনীত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশের কথাসাহিত্যে এখন নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম তথা বাংলাদেশের সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। তিনি একাধারে সাহিত্যিক সাংবাদিক গবেষক। তাঁর এই পুরস্কারপ্রাপ্তিতে চট্টগ্রাম প্রেস ক্লাবও গর্বিত।

২৭ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন। প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী দুই বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি তাঁর লেখনীর গুণে মফস্বল জেলা থেকে পুরস্কার ছিনিয়ে এনেছেন। চট্টগ্রামের অনেক সাংবাদিক রয়েছেন যাঁরা সাংবাদিকতার পাশাপাশি বাংলাসাহিত্যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন। সভাপতি আলহাজ আলী আব্বাস আগামীতে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের নাম অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে বিশ্বজিৎ চৌধুরী বলেন, শৈশব থেকেই তাঁর সাহিত্যচর্চা শুরু। পরবর্তীতে এটি তাঁর নেশায় পরিণত হয়। এমনকি শৈশব কৈশোর যৌবনকাল লেখালেখিতেই পার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ১৯৮২ সালে মাত্র ২২ বছর বয়সে তাঁর লেখা বই পুরস্কারের জন্য মনোনীত হয়েও শেষপর্যন্ত না হওয়ায় আক্ষেপ করে বলেন, রাজধানীর বাইরে থেকে সাহিত্যচর্চা করা সত্যিই কঠিন কাজ। যদিও কোনো লেখক পুরস্কারের আশায় লেখালেখি করেন না, এরপরও পুরস্কার প্রাপ্তির আনন্দটাই আলাদা। পুরস্কার হচ্ছে প্রতিটি লেখকের বাড়তি প্রাপ্তি। এই প্রাপ্তিতে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আগামীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এবং কবি ওমর কায়সার।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য জাহিদুল করিম কচি, ওমর কায়সার, শামসুল হক, প্রদীপ নন্দী, আফজল রহিম সিদ্দিকী, তাপস বড়ুয়া রুমু, শিশির বড়ুয়া, সুভাষ কারণ, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, আবুল হাসনাত, বিপুল বড়ুয়া, তপন দাশবর্মন, সুভাষ কারণ, ফারুক তাহের, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, অমিত বড়ুয়া, কামরুল হাসান বাদল, মান্নান মেহেদী, মিয়া মোহাম্মদ আরিফ, মাসুদুল হক, মোহাম্মদ ফরিদ উদ্দিন, কুতুব উদ্দিনসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর শ্বশুর জমির উদ্দিন আহমেদ এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।


আরো সংবাদ ... আরও