তেরখাদায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠান

এপ্রিল ২৮ ২০২২, ১৩:০৭

Spread the love

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি : ২৬ শে এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা উপজেলার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মাদ মনিরুজ্জামান তালুকদার , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ , সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি , মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান , থানার ওসি মোঃ জহুরুল আলম ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হেলেনা আক্তার নিপা , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম , একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ।

এছাড়া সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর করেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও