বরিশালে বিএনপির জনসংযোগ ও পথসভায় পুলিশের হামলায় ১০ নেতা-কর্মী আহত

নভেম্বর ০২ ২০২২, ২১:২০

Spread the love

আনোয়ার হোসেনঃ বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপু‌রে কলসকাঠি বাজারে এই ঘটনা ঘটে।

আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে পথসভা ও জনসংযোগ করা হয়। কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সাধারণ

সম্পাদক আল আমিন মোল্লা অভিযোগ করেন, সাবেক সাংসদ আবুল হোসেন খানসহ আমরা শতাধিক নেতা-কর্মী জনসংযোগ শেষে কলসকাঠী বাজারে

অবস্থান করলে বাকেরগঞ্জ থানা পুলিশের সদস্যরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশের হামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার,উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, ইউনিয়ন যুবদল নেতা সজল, উপজেলা ছাত্রদল সভাপতি নেয়ামুল হক নাহিদ, ছাত্রদল নেতা মুশফিকুর রহমানসহ প্রায় ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

বরিশালের সম্মেলন বাধাগ্রস্থ করতে পুলিশ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু। এ বিষয়ে সাবেক সাংসদ আবুল হোসেন খান জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে, হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও