৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরপিজিসিএলের ২ জিএমকে দুদকে জিজ্ঞাসাবাদ

ডিসেম্বর ০৩ ২০১৯, ১৩:২৭

Spread the love
আগমনী ডেস্কঃজালিয়াতির মাধ্যমে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) দুই মহাব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক (অর্থ) মো. বাবর আলী, মহাব্যবস্থাপক (প্রশাসন) রুচিরা ইসলাম।

অভিযোগের বিষয়ে জানা যায়, আরপিজিসিএলের জনতা ব্যাংক পল্লী বিদ্যুতায়ন বোর্ড শাখা থেকে ৯০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত হয়। আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি চলতি বছরের অক্টোবরে আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও