শায়েস্তাবাদ রেডক্রিসেন্ট সম্মুখে স্থানীয় জনগনের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ চলছে
ইলিয়াস আহমেদ,বরিশালঃবরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগরের রেডক্রিসেন্ট হাসপাতালেের সম্মুখের রাস্তাটি বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ার পরে স্থানীয় জনগন যাতায়াতের জন্য ব্যাপক দুর্ভোগে পড়ে যায়।
ভোগান্তিতে পরতে হয় মটরবাইক,ভ্যান,রিস্কা চালকদেরও, তাদেরকে যাতায়াতের জন্য দীর্ঘ পথ ঘুরে যেতে হত। স্থানীয় জনপ্রতিনিধিদের পিছনে ঘুরে কোন সমাধান না হওয়ায় অবশেষে স্থানীয় জনগনই রাস্তা মেরামতের উদ্যোেগে নেয়। এই ভোগান্তির ইতি টানতেই স্থানীয় জনগনের নিজস্ব উদ্যোগেই চলছে মেরামত কাজ।