বগুড়ার জেলার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে

ডিসেম্বর ০৬ ২০২০, ২১:৪৪

Spread the love

আগমনী ডেস্কঃ বগুড়া জেলার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান সদর উপজেলার চকসুত্রাপুর এলএসডি গোডাউনের ফিতা কেটে  উদ্বোধন করেন জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম।রোববার(৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চকসুত্রাপুর এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব আজিজুর রহমান ।

জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বগুড়ায় এবার ৫০ হাজার ২৩২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৭ টাকা কেজি দরে ৪৮ হাজার ২৪১ মেট্রিক টন সিদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৯১ মেট্রিক টন আতপ চাল। এছাড়াও ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছে থেকে ১১ হাজার ৭৯২ মেট্রিক টন ধানও সংগ্রহ করা হবে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও