বিএমপি পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল সহ ৩ চোর আটক

জানুয়ারি ০৭ ২০২১, ০০:১৩

Spread the love

আগমনী ডেস্কঃবরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো মনিরুজ্জামান গাজী(৩০),ওহিদ মোল্লা(৩৮),রাজু আহমেদ শেখ (৩৭)।

বুধবার (৬ জানুয়ারী ) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম আরও জানান,২০১৯ সালের ২৯ ডিসেম্বর কাউনিয়া থানা এলাকার সিলেট ফ্যাক্টরী রোডের জনৈক ব্যাবসায়ী পিকু এর দোকানের সামনে থেকে বরিশাল এয়ারপোর্ট থানাধীন কাশিপুর শাহ পরান সড়কের বাসিন্দা রবিউল হাসানের(২১)ব্যবহৃত BAJAJ PULSAR – TWIN DISC 150 CC মোটর সাইকেলটি চুরি হয়ে যায়।বহু খোজাখুজির পরেও না পেয়ে তিনি বরিশাল কাউনিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

পরে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে ১ জানুয়ারী এস আই জসিম উদ্দিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুলনার ফুলতলা থেকে প্রথমে মোটর সাইকেল চোর রাজু আহমেদ শেখকে আটক করেন।এ সময় রাজু আহমেদ শেখের কাছ থেকে একটি চোরাই ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়।পরে তার দেয়া তথ্য অনুযায়ী নড়াইলের নরাগাতি থেকে ওহিদ মোল্লা ও সাতক্ষীরার হাসপাতাল রোড থেকে মনিরুজ্জামান গাজীকে আটক করা হয়।এ সময় মনিরুজ্জামান গাজীর কাছ থেকে চুরি হওয়া পালসার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম আরও জানান,মনিরুজ্জামান গাজী, ওহিদ মোল্লা ও রাজু আহমেদ শেখ এরা সংঘবদ্ধ ভাবে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে বিভিন্ন ভাবে তা বিক্রি করে দিত।

আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও