দিনাজপুর চিরিরবন্দরে স্বপ্নের ঘরের চাবি পাচ্ছে ২১৫টি ভূমি ও গৃহহীন পরিবার

জানুয়ারি ১৯ ২০২১, ১৫:০১

Spread the love

এনামুল মবিন (সবুজ), দিনাজপুর প্রতিনিধিঃ”শেখ হাসিনার উপহার’আশ্রয়ের অধিকার” মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২১৫ টি অসহায় ভূমি ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এসব অসহায় গৃহহীনদের স্বপ্নের বাড়ি। চারদিকে পাকা দেয়াল এবং ওপরে লাল ও সবুজ রঙের ডেউ টিনের ছাউনি।

চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নয়াপাড়া এবং দক্ষিণ নগর গ্রামসহ পাঁচটি পয়েন্টে এই আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪৩ টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। যা প্রতিটি ঘরের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা এবং ঘরগুলোর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ ৬৫ হাজার টাকা।

চিরিরবন্দর উপজেলার ইসবপুরের নয়াপাড়া গ্রাম ও দক্ষিণ নগর গ্রামে গিয়ে দেখা যায় যে আশ্রয়ণ প্রকল্পে বাড়িগুলোতে ব্যবহার হয়েছে লাল রঙের টিন। দুই রুম বিশিষ্ট এই বাড়িতে রয়েছে একটি রান্না ঘর এবং একটি টয়লেট। বাড়িগুলোর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বাড়িগুলোর রং ও দরজা জানালার কাজ চলছে। সব কাজ শেষ হলে বুঝিয়ে দেয়া হবে অসহায় ভূমি ও গৃহহীন পরিবারদের।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও