ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে মুজিব বর্ষে ৪৫টি পরিবার পেল লাল সবুজের ঘর

জানুয়ারি ২৩ ২০২১, ১৮:০২

Spread the love

নুর আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় আজ শনিবার ২৩ জানুয়ারি সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি, গৃহপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৬৬ হাজার ১৮৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ী ও জমি প্রদান করেন আজ।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাও জেলায় ৭শ ৬২টি পরিবারকে। এরমধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৫ পরিবারকে ঘরের চাবি ও জমির দলীল হস্তান্তর করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে অতিথী ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজমল আজাদ এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরে আনুষ্ঠিকভাবে ঘরের চাবি ও জমির দলীল হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও