পেট্রোল পাম্পের তৈল কম দেওয়া,ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট

জানুয়ারি ২৪ ২০২১, ২১:৫৮

Spread the love

এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যাুরো প্রধানঃ
গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমানে কম দেওয়ার অপরাধে রংপুরে মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে ছদ্মবেশে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ওজন কম দেওয়ার বিষয়টি ধরেন। রংপুর নগরে অবস্থিত মের্সাস হক ব্রাদার্স ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ায় অপরাধে জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে।

ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ৮০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছিলো। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় জেলা বিএসটিআইয়ের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও