রংপুরে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩

মার্চ ০৪ ২০২১, ১১:২৮

Spread the love

এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃরংপুরে ভুট্টার ট্রাকে সুকৌশলে গাঁজা পরিবহনের সময় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।
বুধবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার কদমতলা বাজারে মেনাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পাবনার জহুরুল হক লিটন (৩৯), টাঙ্গাইলের জুয়েল রানা (৩৬), এবং লালমনিরহাটের নুর আলম (২০)।

র‍্যাব-১৩ (রংপুর) অফিস সূত্রে জানা যায়, বুধবার ( ৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার মীরবাগ এলাকার কদমতলা বাজার এলাকার মেনাজ ফিলিং স্টেশনের সামনের মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করা হয়। এ সময় ভুট্টাভর্তি ট্রাকটি তল্লাশী ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পরে ট্রাকটির চালকসহ তাদের তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে র‍্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সামুয়েল সাংমা বলেন, আটককৃতদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও