প্লাস্টিক দূষণ রোধকে সামনে রেখে রামগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মার্চ ১৫ ২০২১, ১৭:০১

Spread the love

সাইফুল ইসলাম ,রামগড় উপজেলা প্রতিনিধিঃ “মুজিববর্ষের শপথ করি,প্লাস্টিক দূষণ রোধ করি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সভা অনুষ্ঠিত হয়

উপজেলা নিবার্হী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রামগড় উপজেলা প,প, কর্মকর্তা ডাঃ মাসুদ মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম, বাজার কমিটির সভাপতি আবুল হাশেম খাঁ,-সদস্য শাহ আলম মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, রামগড় বাজার কমিটির সদস্য, সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন ,আইনকে সম্মান দেখিয়ে সকলের কথা বিবেচনা করে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করণের লক্ষে ব্যবসায়ী এবং হোটেল মালিকদের প্রতি আহবান জানান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও