দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরিচালনা

এপ্রিল ০৬ ২০২১, ০০:০৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুর জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।
আজ সোমবার(৫ এপ্রিল) সকালে দিনাজপুর জেলায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড- ১৯ এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/ চলাচলে নিষেধাজ্ঞা নিশ্চিতে শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতা তৈরি ও মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ(জাকী)।
দুপুরের দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড় গুলোতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন কার্যক্রমের পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২ টি মোবাইল কোর্ট টিম ও বিভিন্ন মিডিয়া সংবাদিক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও