দিনাজপুরে করোনা রোধে এসপি’র নির্দেশে যৌথ অভিযান পরিচালনা করা হয়

জুন ২৫ ২০২১, ১২:৫০

Spread the love

এনামুল মবিন সবুজ,জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুরে লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) শচীন চাকমার নেতৃত্বে কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধকল্পে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে দিনাজপুর জেলা শহরের কাচারীবাজার, সদর হাসপাতাল মোড়, লিলির মোড় এবং রেলওয়ে স্টেশনে পথচারী জনসাধারণ, বাস, ট্রাক, কভারভ্যান, মোটরসাইকেল, অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহনে কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধকল্পে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনসাধারণকে মাস্ক পরিধান করতে আহ্বান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের সকল পেশাজীবী মানুষের প্রতি অনুরোধ এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান।

অভিযানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুজন সরকার, ওসি কোতোয়ালী এবং ওসি ডিবিসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা এবং বিভিন্ন মিডিয়া সংবাদিক

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও