কুলিয়ারচরে লকডাউন মেনে না চলা ও মাস্ক না পরায় ৩ জন কে জরিমানা

জুলাই ০২ ২০২১, ১২:৩৭

Spread the love

এম জয় ই জসীম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারের ঘোষিত কঠোর লক ডাউন না মানায় ও স্বাস্থ্যবিধি না মানা সহ মাস্ক পরিধান না করায় ৩টি মামলায় ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । এসময় অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত কুলিয়ারচর বাজার ও বিভিন্ন ইউনিয়নের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আলমের সার্বিক নির্দেশনায় কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও কুলিয়ারচর থানার যৌথ সমন্বয়ে কোভিড-১৯ বিস্তার রোধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।

ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে এবং সরকারের ঘোষিত কঠোর লকডাউনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও