দিনাজপুর জেলা প্রশাসনের সাথে বাংলাদেশ পুলিশ- সেনাবাহিনীর মতবিনিময় সভা 

জুলাই ২৪ ২০২১, ১৭:১৮

Spread the love

এনামুল মবিন (সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর ও আইন শৃংখলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪জুলাই) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার),ও বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি এর নির্দেশক্রমে ১৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি এর তত্তাবধানে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ৩৬ বীর (রিয়ার) অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, পিএসসি এর সমন্নয়ে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হয়।

এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দিনাজপুর জেলা সমন্বয়ক বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ৩৬ বীর (রিয়ার) অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান, পিএসসি এর নেতৃত্বে পুরো জেলায় কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে লকডাউন বাস্তবায়নে ব্যাপক তৎপরতা চালানো হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও