‘নির্বাচনের আগে এই রকমই হয় সব সময়। সুতরাং এটা এনজয় করুন, অপেক্ষা করুন-জাপা মহাসচিব’

অক্টোবর ১৪ ২০১৮, ২৩:০০

Spread the love

রাজনীতিতে কোনো শেষ কথা নেই বলে মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী দিনে কী ঘটে, আপনারা তার জন্য অপেক্ষা করেন। রবিবার বনানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে। এ ক্ষেত্রে তাদের জোটের শরিকদের প্রার্থী তালিকাও তাঁরা এরই মধ্যে সংগ্রহ করেছেন।

জাপা মহাসচিব বলেন, ‘ইনশাআল্লাহ আমরাও একটা চমক দিতে পারব বলে আশা করছি। রাজনীতিতে কোনো শেষ কথা নাই। কেউ চিরশত্রু না, কেউ চিরমিত্র না। আগামী দিনে কী ঘটে, আপনারা তার জন্য অপেক্ষা করেন।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘নির্বাচনের এক মাস, দেড় মাস, দুই মাস আগে এই রকমই হয় সব সময়। সুতরাং এটা এনজয় করুন, অপেক্ষা করুন।উৎস-’ বিডি-প্রতিদিন

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও