মোল্লাহাটে জয়খাঁ অধিকারী বাড়ীতে ২ দিন ব্যাপী ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত

নভেম্বর ০২ ২০২২, ২১:১৫

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনা :১ লা নভেম্বর ও ২ রা নভেম্বর ~২০২২ মঙ্গলবার ও বুধবার বাগেরহাট জেলার মোল্লা হাট উপজেলার জয়খাঁ গ্রামের অধিকারী বাড়ীতে ২ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়।

পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরি চাঁদ ঠাঁকুর ও মুক্তির বারিধী শ্রী শ্রী গুরু চাঁদ ঠাঁকুরের লীলা ও বিশ্ব শান্তি কামনায় ২ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠানে মতুয়া গোপাল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে মতুয়া অনিল কৃষ্ণ পোদ্দার মতুয়া দেবদুলাল চৌধুরী ও দেবাশীষ বড়ালের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ধর্মীয় আলোচনা করেন নড়াইল জেলার জয়পুর শ্রী ধামের শ্রীমৎ বিজয় গোঁসাই ও তাঁর সহধর্মিণী যোগমায়া দেবী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট বিষ্ণু পদ গাইন ।ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহোৎসব কমিটির সহ সভাপতি মতুয়া প্রমথ রন্জ্ঞন অধিকারী , সাধারণ সম্পাদক মতুয়া প্রভাষ অধিকারী , কোষাধ্যক্ষ মতুয়া ভজন চন্দ্র বৈরাগী , সদস্য গনেশ অধিকারী , কমলেশ হীরা , কৃত্তিবাস অধিকারী , কালিপদ অধিকারী , কৃষ্ণ চন্দ্র অধিকারী , প্রশান্ত অধিকারী সহ রতন অধিকারী ।

২ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠানে ধর্মীয় গান , ধর্মীয় আলোচনার মাধ্যমে শ্রী শ্রী হরি চাঁদ ঠাঁকুর ও মুক্তি বারিধী শ্রী শ্রী গুরু চাঁদ ঠাঁকুরের লীলা মাহাত্ম্য ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয় ।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠানে ১৭ টি মতুয়ার দল উপস্থিত ছিলেন ।

উপস্থিত মতুয়া দল যথাক্রমে
১ ) কাগদী মতুয়া সম্প্রদায় , তেরখাদা ,
২ ) জয়খাঁ মতুয়া সম্প্রদায় , মোল্লা হাট
৩ ) বড় গাওলা মতুয়া , সম্প্রদায়
৪ ) মধুপুর মতুয়া সম্প্রদায় , নড়াগাতী
৫ ) পুটিমারী মতুয়া সম্প্রদায় , খুলনা
৬ ) মাদারতলী দুর্গা মায়ের , দল মোল্লা হাট
৭ ) সপ্ত পল্লী তাঁরক সংঘ , মোল্লা হাট
৮ ) সীতা রামপুর মতুয়া সম্প্রদায় , তেরখাদা
৯ ) বলরামপুর মতুয়া সম্প্রদায়
১০ ) কুশলা মতুয়া সম্প্রদায়
১১ ) নলামারা মতুয়া সম্প্রদায় , নড়াগাতী
১২ ) ঘোষগাতী মতুয়া সম্প্রদায় , মোল্লা হাট
১৩ ) বাড়ইগাতী মতুয়া সম্প্রদায়
১৪ ) গোয়াল বাড়ীর চর মতুয়া সম্প্রদায়
১৫ ) মোল্লার কুল মতুয়া সম্প্রদায়
১৬ ) কাকড়ি মতুয়া সম্প্রদায়
১৭ ) বড় গাওলা মহিলা মতুয়া সম্প্রদায় , মোল্লা হাট ।

২ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠানে প্রায় তিন হাজার ভক্তের মাঝে মহা প্রসাধ বিতরণ করা হয় ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও