আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১১০ তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত

এপ্রিল ০৬ ২০২৩, ২১:৫১

Spread the love

সাগর কুমার বাড়ই ,ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ খুলনার তেরখাদা উপজেলার পাতলা সার্বজনীন শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের মন্দির প্রাঙ্গণে গত ২০ শেখ চৈত্র ~১৪২৯ বঙ্গাব্দ ৪ ঠা এপ্রিল ~২০২৩ ইং শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১১০ তম বার্ষিক মহোৎসব উপলক্ষ্যে শ্রী শ্রী দেবী মাতা চন্ডী পূজার মঙ্গল ঘট স্থাপন ও পূজা অর্চনা করা হয়।

২১ শে চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৫ ই এপ্রিল ~২০২৩ বুধবার শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১১০তম বার্ষিক মহোৎসব উপলক্ষ্যে দুর দুরন্ত থেমে শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের হাজারো ভক্তের ও মতুয়া দলের সমাগম ঘটে।
এ সময় শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের মহোৎসব কমিটির নারী পুরুষ একত্রে মতুয়া দলকে মঙ্গল ঘট ও পূজার আনুষঙ্গিক বিধান বরণ কুলা দিয়ে নৃত্যের তালে সাদরে বরণ করে নেন ।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের মানুষ বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে সমবেত হয়েছেন ।

সদা সত্য কথা বলো
কাহারো ধর্ম নিয়ে নিন্দা করোনা ,

যে জাতির দল নাই
সে জাতির বল নাই ।।

শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের এই বাণী কে সামনে রেখে

প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তেরখাদা উপজেলার পাতলা সার্বজনীন শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের মহোৎসব কমিটির সভাপতি অরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে স্বজন বিশ্বাসের সঞ্চালনায় সমাগত অদিতির মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী , খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তেরখাদা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু , খুলনা জেলা আওয়ামী লীগের নেতা সফিকুর রহমান পলাশ , তেরখাদা উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম শহীদ , খুলনা জেলা জজ কোর্টের আইনজীবী বাসক কুমার হুই , খুলনা – ৪ আসনের হুইপ মরহুম জননেতা এস এম মোস্তাফা রশিদী সুজা ‘ র সুযোগ্য পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন , খুলনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম লাবু , জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন মোল্লা , খুলনা জেলা আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট , তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার , সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ , আওয়ামী লীগের নেতা আরিফ হাসান , পাতলা সার্বজনীন মন্দির কমিটির সভাপতি প্রসেন কুমার বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এছাড়া কমিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন মহোৎসব কমিটির সহ সভাপতি অনূপ কুমার বালা , সাধারণ সম্পাদক প্রসেন বাড়ই , কোষাধ্যক্ষ সজীব কুমার বিশ্বাস , কার্যকরী সদস্য সৌরভ টিকাদান , মিরিন টিকাদার , রঞ্জিত বিশ্বাস , দুলাল বাইন , সবুজ মন্ডল সহ আরো অনেকে ।

শ্রী শ্রী গঙ্গাধর পাগল ঠাকুরের ১১০তম বার্ষিক মহোৎসব উপলক্ষ্যে ৪ঠা এপ্রিল মঙ্গলবার ও ৫ এ এপ্রিল বুধবার ২ দিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও