‘বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে’, মির্জা ফখরুলের অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন ওবায়দুল কাদের

নভেম্বর ২০ ২০১৮, ১২:১১

Spread the love
‘বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে’ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগকে চ্যালেঞ্জ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাদেরকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে- এটা প্রমাণ করুন?

সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ চ্যালেঞ্জ দেন ওবায়দুল কাদের।

এর আগে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিম্ন আদালতকে ব্যবহার করে নির্বাচনের ওপর চরমভাবে প্রভাব বিস্তার করছে। আমরা প্রায়ই দেখছি, আমাদের সম্ভাব্য প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে এবং কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের জামিন না দিয়ে শুনানিকে আরও বিলম্বিত করা হচ্ছে। আর সেটা নির্বাচনের পরে দেয়া হচ্ছে। এটা একটা নতুন কৌশল। তারা আদালতকে ব্যবহার করে, নিম্ন আদালতকে ব্যবহার করে নির্বাচনের ওপর চরমভাবে প্রভাব বিস্তার করছে।

বিএনপি মহাসচিবের এসব অভিযোগকে চ্যালেঞ্জ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো নিরপরাধ ব্যক্তি এখানে ভিকটিম হবে না। যাদের গ্রেফতার করা হয়েছে আইনের দৃষ্টিতে এরা নিরপরাধী নয়। এরা কি একেবারে ধোয়া তুলসী পাতা? কাদেরকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে- এটা প্রমাণ করুন।’

তিনি বলেন, ‘বিএনপি অধিকাংশ নেতাকর্মী কোনো না কোনো অপরাধে জড়িত। আগুন সন্ত্রাস, বাস পোড়ানো- এগুলো তাদের কাজ। তারা এগুলোর সঙ্গে জড়িত। এ জন্য তাদের গ্রেফতার করা হচ্ছে। কোনো নিরপরাধীকে পুলিশ গ্রেফতার করছে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও