হাওরে আগাম বন্যা রোধে করণীয় শীর্ষক সভা

নভেম্বর ২৬ ২০১৮, ১৩:৩৯

Spread the love

সুনামগঞ্জের হাওরের আগাম বন্যা রোধে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের লতিফা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন অংশ নেন।

উন্নয়ন সংস্থা পপি ও অক্সফামের সহযোগিতায় স্থানীয় সংগঠন নারী উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

শেখ কামরুল হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সালা উদ্দিন টিপু, উন্নয়নকর্মী সিরাজুল ইসলাম, দ্রুপদ চৌধুরী নুপুর, সাজ্জাদুর রহমান প্রমুখ।

হাওরে আগাম বন্যা রোধে করণীয় নিয়ে তাদের বক্তারা সভায় তাদের মতামত তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও