মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠায় রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মশিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির নতুন মহাসচিব নিয়োগ

ডিসেম্বর ০৩ ২০১৮, ১২:৪২

Spread the love

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সকালে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপির কাছে দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা অবিলম্বে কার্যকর হবে।

জানতে চাইলে মশিউর রহমান রাঙা বলেন,পার্টির শৃঙ্খলা ফেরানোর জন্য চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন। রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য ছিলেন, থাকবেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও