লালমোহন হাসপাতালের ডাক্তারদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিদিনই সুস্থ হয়ে ঘরে ফিরছে ডায়রিয়ায় অাক্রান্ত, মৃতপ্রায় অসংখ্য রোগী

এপ্রিল ১৯ ২০১৯, ১৪:৫০

Spread the love

 ডাঃ মোঃ মহসিন খান এর থেকে জানা যায় ,লালমোহন হাসপাতালে গত ২-৩ সপ্তাহে  প্রায় অর্ধ শতাধিক, মৃতপ্রায় রোগীকে জরুরী চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তুলেছেন।লালমোহন হাসপাতালের ইমার্জেন্সীতে  প্রতিদিনই অসংখ্য রোগী আসেন বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা নিতে,বর্তমানে তাদের মধ্যে  ডায়রিয়ায় অাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং অনেকেই আসছেন মৃতপ্রায় অবস্থায়, তাদের মধ্যে একজনের অবস্থা তিনি বর্ণনা করেছেন এভাবে “অাজ দুপুরে ডায়রিয়ায় অাক্রান্ত,  এই রোগিকে নিয়ে অাসা হলে ইমার্জেন্সীতেই ৪ লিটার স্যালাইন রানিং দেয়া হয়।
এ সময় ইউএইচএফপিও স্যার ও উপস্হিত ছিলেন।
পরে রাত ৮ টা পর্যন্ত মোট ১৬ লিটার সেলাইন দেয়া হয়। রোগি এ যাত্রা বেঁচে গেছে।
অাপনারা এগুলো কখনোই খবরের কাগজে পাবেন না, কিন্তু একজন রোগি মারা গেলেই অাপনি খবরের কাগজে পাবেন —– “ডাক্তারের ভুল চিকিৎসায় রোগির মৃত্যু।”
অথচ পাবলিক বেমালুম ভুলে যায় যে, ঐ ডাক্র তার ডাক্তারী জীবনে কত রোগির জীবন বাঁচাইছে।”

Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, dog
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, sleeping, bedroom and indoor

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও