পদ্মাসেতুর ৪২টি পিলারের ২৯৪ টি পাইলের সবকটি সম্পন্ন,৪১টি স্প্যানের মধ্যে ১৪ টি স্প্যান বসানো হয়েছে,মূল কাজের ৮১ শতাংশ শেষ হয়েছে

জুলাই ১৫ ২০১৯, ১৪:৫০

Spread the love
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের  উপরে ৪১টি স্প্যান বসানো হবে। ৪২টি পিলারের ২৯৪টি পাইল ইতিমধ্যে সম্পুর্ন হয়েছে। ৪২টি পিলারের মধ্যে এ পর্যন্ত ২৯টি পিলার সম্পন্ন হয়েছে। বাকী ১৩টি পিলারের কাজও শেষের দিকে। ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসবে যার মধ্যে ১৪ টি স্প্যান ইতিমধ্যে পিলারে বসেছে,আরো ১০টি  মাওয়ার কুমারভোগ কনস্ট্রাশন ইয়ার্ডে  ফিটিংস এর কাজ চলছে। অবশিষ্ট ১৭টি তৈরি হচ্ছে চীনে।

পদ্মাসেতুর মূল কাজের ৮১ শতাংশ শেষ হয়েছে। নদী শাসন তথা নদীর দুই তীর সুরক্ষার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে নদী শাসন কাজের ৬০ শতাংশ শেষ হয়েছে।  সবমিলে এ সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৭১ শতাংশ।

পদ্মাসেতুর মাওয়া এবং জাজিরা উভয় প্রান্তে ভায়াডাক্ট এর পাইলিং এবং পিলারের কাজ শেষে এখন গার্ডার স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে দুই প্রান্তে টোল প্লাজা এবং সংযোগ সড়ক নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে।

 

 

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও