ওরা (সরকার) বাইরে থেকে ঢোল বাজায় উন্নয়ন,উন্নয়ন, কিন্তু ভেতর একদম ফাঁকাঃ মির্জা ফখরুল

জানুয়ারি ০৪ ২০২০, ১৮:২৯

Spread the love
আগমনী ডেস্কঃবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বলেছেন, ‘দেশের অর্থনীতি একটি এম্পটি ভেসেলের মধ্যে পড়ে গেছে। ওরা (সরকার) বাইরে থেকে ঢোল বাজায় উন্নয়ন,উন্নয়ন কিন্তু ভেতর একদম ফাঁকা। এই রাষ্ট্রকে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ চূড়ান্ত করে ফেলেছে। নির্বাচন এসেছে অনেকেই প্রশ্ন করছেন বিগত নির্বাচনে এই অবস্থার পরেও আপনারা নির্বাচনে গেছেন কেন? আমরা বলেছি নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি।’মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে চাই। আমাদের নির্বাচনে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে যাবো এবং তাদের সঙ্গে নিয়েই এই সরকারকে নিয়মতান্ত্রিকভাবে পরাজিত করবো। আমরা বিশ্বাস করি আমরা সফল হবো। কারণ জনগণের যে শক্তি সেই শক্তির কাছে সব অপশক্তি পরাজিত হয়।’

তিনি বলেন, ‘সরকার দীর্ঘ সময় ধরে বলে আসছেন তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত। অথচ আজ পর্যন্ত তারা একটিরও প্রমাণ করতে পারেনি। একটি মামলার বিচারক তাকে নির্দোষ বলে রায় দেওয়ার কারণে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তবে লক্ষ্য করবেন সবচেয়ে নিম্নমানের লোকজনকে রাজনৈতিক কারণে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাস কোর্স,  থার্ড ক্লাস পাওয়া লোকজনকে নিয়ে এসে ভাইস-চ্যান্সেলর বানানো হচ্ছে। একইভাবে এখন বিচারক নিয়োগ দেওয়া হয়,বিসিএসে রিক্রুটমেন্ট করা হয়। এভাবে সব প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের নিজেদের আয়ত্তে আনতে দলীয়করণ করছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করার সব আয়োজন করেছে সরকার। দেশে এখন পরিবার তন্ত্র চলছে এখন। এটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, মনোনয়ন কাদের দেওয়া হয় এবং  সংগঠনগুলোর দলীয় প্রধান কাদের বানানো হয়। আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই, এই সংলাপ, এই লড়াই ছোটখাটো কোনও লড়াই না। এই লড়াইয়ে সবাই অংশ নিতে হবে।’

স্মরণ সভায় জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম সলিমুল্লাহ খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য দেন।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও