প্রাইমারির প্রশ্নমালা থেকে এমসিকিউ বাদ দেওয়ার সুপারিশ

এপ্রিল ০১ ২০১৮, ২২:২৩

Spread the love
প্রাইমারির প্রশ্নফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাইমারির প্রশ্নমালা থেকে এমসিকিউ প্রশ্ন পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সামগ্রিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজুরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষকদের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও কমিটির শিক্ষা সফর নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও