কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন আগাামী ১লা এপ্রিল

মার্চ ২২ ২০২১, ১৯:০৩

Spread the love

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। সোমবার (২২ মার্চ) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল সূত্রে জানা যায়, ২২ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ ও ২৫ মার্চ মনোনয়নপত্র বিক্রয় করা হবে। ২৮ মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৯ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১ এপ্রিল বেলা দশটা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নিবার্চন কমিশনার মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোহাম্মদ এমদাদুল হক, মো. মাসুদুল হাসান ও রবিউল হকসহ কর্মকতার্বৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ অফিসার্স এসোসিয়শনের ২০২১-২০২২ কার্যনির্বাহী গঠনের জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও