মানিকগঞ্জকে পরিচ্ছন্ন নগরীরূপে গড়ে তুলতে কাজ করছে বিডি ক্লিনের সেচ্ছাসেবীরা

মার্চ ২৫ ২০২১, ১৮:৫৩

Spread the love

মোঃ আমজাদ হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার পার্শবর্তী জেলা মানিকগঞ্জ।মানিকগঞ্জ শহরকে অাবর্জনা মুক্ত এবং পরিস্কার পরিচ্ছন্ন শহরে পরিনত করতে কাজ করে যাচ্ছে বিডি ক্লিন নামের একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন।বিডি ক্লিনের সাথে একত্বতা প্রকাশ করে এ জেলার ই একঝাক স্বপ্নবাজ তরুন-তরুনী এ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,পরিস্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিডি ক্লিন পরিবার দেশে কাজ করছে ২০১৬ সাল থেকে।বাংলাদেশের প্রায় ৫৮ টি জেলায় বিডি ক্লিন পরিবার প্রায় ২৬০০০ হাজার সেচ্ছাসেবী সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সেই ধারাবাহিকতা বজায় রেখে ২৪ মার্চ ২০২১( বুধবার) মানিকগঞ্জ বিডি ক্লিন টিমের চতুর্থ পরিস্কার পরিচ্ছন্নতা ইভেন্ট আয়োজন করেন তার।তারা মানিকগঞ্জ জেলার অন্যতম বিদ্যা পীঠ মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে তাদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ জন সেচ্ছাসেবী অংশ নেয়।তারা সরকারি মহিলা কলেজ সহ এর অাশে পাশের ময়লা আবর্জনাযুক্ত স্থান পরিস্কার করেন।পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত থেকে সকল সেচ্ছাসেবী কে বিডি ক্লিনের শপথ বাক্য পাঠ করান মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু বকর সিদ্দিক মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ সহ সকল স্টাফ।

বিডি ক্লিন মানিকগঞ্জ টিমের কাজ দেখে খুবই খুশি মানিকগঞ্জ শহরের বাসিন্দারা।এ বিষয়ে কয়েক জন প্রত্যক্ষদর্শী দৈনিক আজকের উন্মোচন কে বলেন বিডি ক্লিনের কাজে তারা নিজেরাও সচেতন হচ্ছে।তারা বলেন আমরা যদি সচেতন হই তাহলে আমাদের পরিবেশ কখনোই নোংরা হবে না।

এ বিষয়ে জানতে দৈনিক আজকের উন্মোচন কথা বলেন মানিকগঞ্জ বিডি ক্লিন টিমের স্বপ্নবাজ সেচ্ছাসেবী তরুণ-তরুণীদের সাথে।তারা এক যোগে বলেন বাড়ি আমার গাড়ি আমার রাখছি পরিস্কার,নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার?তারা সকলকে যত্রতত্র ময়না না ফেলার আহ্বান জানান।তারা আরও বলেন আমরা মানিকগঞ্জ শহর সহ পুরো জেলাকে পরিচ্ছন্ন এবং ময়লা আবর্জনা মুক্ত করা লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশা করি আমাদের সাথে থেকে আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন।আপনার এগিয়ে আসুন আমাদের পাশে চলুন সবাই মিলে পরিচ্ছন্ন আবর্জনা মুক্ত নগরী গড়ে তুলি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও