চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়েছে

মে ২৪ ২০২১, ১১:৩৭

Spread the love

মো: রনি আনোয়ার,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ করোনা পরিস্হিতিতে আবারও পিছিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুণ্ঠেয় ভর্তি পরীক্ষার তারিখ আরও দুই মাস পেছানো হয়েছে।

গতকাল রোববার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, করোনা পরিস্হিতি বিবেচনায় এ বছর ভর্তি পরীক্ষা আগামী ২০-২৭ আগষ্টের মধ্যে নেওয়াে সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।তবে কোন ইউনিটের পরীক্ষা কবে নেওয়া হবে এখনো সিদ্ধান্ত হয়নি। জানা যায় চবির ৪ টি ইউনিট ও ২ টি উপ-ইউনিটের এ বছর মোট আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। তবে আবেদনকারীদের মধ্যে টাকা জমা না দেওয়ায় ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন ১১ হাজার ৯১২ জন। এ বছর প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও