রূপগঞ্জে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের লক্ষ্যে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ সরকারি মুড়াপাড়া কলেজ কক্ষে এ উঠান বৈঠক হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রোমানুর নাহার । সভায় বক্তব্য রাখেন সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক আল-আমিন, প্রভাষক মহাসিন আল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আওলাদ হোসেন, তথ্য সেবা কর্মকর্তা ফারজানা সুলতানা, তথ্য সেবা সহকারী টপি আক্তার, জেরিন তাসলিম রুনা প্রমুখ।
সভায় বক্তারা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধান নিয়ে বিশেষ আলোচনা করে।