চিরিরবন্দরে বিপুল উদ্দপনায় জাঁকজমকপুর্ণভাবে নববর্ষ উদযাপিত
এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে নানামূখী আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদা ও জাঁকজমকপুর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়েছে।
শুক্রবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খালিদ হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করেছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে এসময় সহকারি কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। শেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। দিবসটি উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকপুর্ণভাবে উদযাপিত হয়।