কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জায়েদ আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে প্রতিবাদ সভা
রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলীসহ ভূমিদস্যুদের বিচার চেয়ে প্রতিবাদসভা করেছেন স্থানীয়রা। ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমাছ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, উপজেলা যুবদলের সদস্য সচীব নুর হোসেন বাবুল, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি আবির প্রমূখ।
বিশেষ অতিথি গোলজার হোসেন তার বক্তব্যে বলেন, গত ১৫ বছরে কায়েতপাড়া ইউনিয়নের তিন ফসলি জমি, বসত ঘরে বালি ফেলে আবাসন কোম্পানির হয়ে ভূমিদস্যুতায় লিপ্ত ছিলো জায়েদ আলী চেয়ারম্যান। তার নির্দেশনায় একদল ভূমিদস্যু কায়েতপাড়ায় ভূমি দখল, নিরীহ জমি মালিকদের হামলা,মামলায় জর্জরিত করে রেখেছে। তাই অবিলম্বে জায়েদ আলী চেয়ারম্যানকে গ্রেফতার ও আইনি শাস্তি কার্যকরের দাবী জানাচ্ছি।
প্রধান অতিথি সেলিম মিয়া বলেন, আমরা এ এলাকায় জবর দখল করা জমি উদ্ধারে ঐক্যবদ্ধ রয়েছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলীর অপসারন চাচ্ছি।