কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের অভিযোগে ২জন মাদ্রাসা ছাত্র আটক

ডিসেম্বর ০৬ ২০২০, ১৪:৩৭

Spread the love

আগমনী ডেস্কঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের কাজে জড়িত থাকার অভিযোগে ২জন মাদ্রাসা ছাত্রকে আটক করছে পুলিশ। সম্প্রতি ভাস্কর্য ভাঙচুরের একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতেও এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দু’জনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে। পরে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার রড দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। এরপর ভাস্কর্য ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি ব্যাংক, অপর একটি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথসহ রাস্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা আছে। ওইসব সিসি টিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে হামলাকারী দুজনকে শনাক্ত করে।শনিবার রাতেই একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ভাস্কর্য ভাংচুরের অভিযোগে অভিযুক্ত ২জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও