গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ৯ শতাধিক দোকান উচ্ছেদে অভিযান শুরু

ডিসেম্বর ০৮ ২০২০, ১৩:২৭

Spread the love

আগমনী ডেস্কঃ নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ৯ শতাধিক দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ ৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এর আগে গতকাল ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানিয়েছিলেন, এসব দোকান মার্কেটের নকশাবহির্ভূত স্থানে স্থাপন করা হয়েছে। লিফট, সিঁড়ি, টয়লেট ইত্যাদির জায়গা দখল করে সেখানে দোকান তৈরি করা হয়েছে। এরূপ ৯১১টি দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর মাইকিং করে দোকানিদের গতকাল সোমবারের মধ্যে দোকান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন দোকান মালিকরা। তাদের দাবি, স্বল্প সময়ের এই নোটিশে বিভ্রান্তিতে পড়েছেন তারা। অভিযানের আগে মাল গোছানোর জন্য আরো সময় দেওয়ার দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও