ফ্রান্সে ‘জিম্মি’ সংকটের অবসান, হামলাকারী নিহত

প্রাথমিক হামলাকারীর বিস্তারিত তথ্য বা কোনো ছবি পাওয়া যায়নি। হামলাকারী মরোক্কোর নাগরিক বলে ধারণা করছে পুলিশ। এছাড়া তিনি ফরাসি গোয়েন্দা সংস্থার ‘তালিকাভুক্ত’ ছিলেন বলেও রিপোর্টে বলা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) বেলা ১১টার পর পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামে মার্কেটটিতে এ হামলা চালানো হয়। এরপর দুপুর পৌনে ২টা নাগাদ পুলিশের পাল্টা হামলায় হামলাকারী নিহত হয়।
বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম তিনজন নিহত হওয়ার খবর দিচ্ছে।
জানা যায়, ভারী অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলাকারী ওই সুপারমার্কেটে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে।
এর পরপরই ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ বলেন, ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি সংকট অবসানে অভিযানের প্রস্তুতিও নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ঘটনার পর স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ত্রেবেস মেয়র এরিক মেনাস্সি বলেন, আপাতত ভেতরে শুধুমাত্র বন্দুকধারী একাই রয়েছেন। জিম্মি সবাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিস হামলায় প্রধান অভিযুক্ত সালাহ আবদেসলামের মুক্তি দাবি করছে হামলাকারী।
স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছিলেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে এবং ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।