বেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সর্বসম্মতভাবে পাশ হয়েছে ব্রিটেনের সংসদে

ডিসেম্বর ৩১ ২০২০, ১০:৫৯

Spread the love

আগমনী ডেস্কঃ ব্রিটেনের সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে   সমর্থন দেওয়ায় আইনে পরিণত হয়েছে ব্রিটেন ও ইউরোপিয় ইউনিয়নের মধ্যকার ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। বুধবার ব্রিটেনের সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এই চুক্তিতে সমর্থন দিয়েছে।

চলতি বছরের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হয়। দীর্ঘ আলাপ আলোচনার পর বড়দিনের প্রাক্কালে বেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত হয় ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন।

এ চুক্তির ফলে ইউরোপের একক বাজার ও শুল্ক ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে ব্রিটেন। চুক্তিতে সর্বসম্মতভাবে সমর্থন দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ধন্যবাদ দিয়ে বলেছেন, দেশের ভাগ্য এখন আমাদের হাতে।

যদিও বিরোধীরা বলছে, ইউরোপিয় ইউনিয়নে থাকার সময়ের চেয়ে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে ব্রিটেন।

খবরঃ  বিবিসি অনলাইন

 

 

 

 

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও