রামগড়ে শান্তকরণ কর্মসূচিতে বিজিবির ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান ‌

মার্চ ১৪ ২০২১, ১৮:৩২

Spread the love

সাইফুল ইসলাম ,রামগড় উপজেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার রামগড়ে শান্ত করণ কর্মসূচির আওতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সকালে রামগড় বিজিবি জোন সদরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আনোয়ারুল মাযহার।

এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতের জন্য টিউবওয়েল, মসজিদ-মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ের সংস্কার এবং ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে ৪৩ বিজিবি।

বিজিবি জানায়, জোন অধীনস্থ ২৮ টি হতদরিদ্র পরিবারের মাঝে এই কর্মসূচির আওতায় ৮ বান্ডিল ঢেউটিন এবং প্রায় এক লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় পদস্থ বিজিবি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও