শায়েস্তাবাদে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত (বিস্তারিত)

মে ২০ ২০১৮, ২০:০৬

Spread the love

রিপোর্ট নাঈম ইসলাম: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ডিবি পুলিশের কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।এসময় আহত হয় তিন পুলিশ সদস্য।শনিবার রাতে শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিন চর-আইচা গ্রামের বটতলা এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানাযায়,সম্প্রতিকালে শায়েস্তাবাদে  ডাকাতি বেড়ে যাওয়ায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ এলাকায় ডিবি পুলিশের নজরদারী বাড়ানো হয়।শনিবার রাত আড়াইটার দিকে শায়েস্তাবাদের বটতলা নামক এলাকায়  টহলরত ডিবি পুলিশ সন্দেহজনক ১১/১২ জনকে  দেখে জিজ্ঞাসাবাদ করলে ঐ ডাকাতদল পুলিশ পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের একসময় হটাৎ ডাকাতেরা গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষা ও সরকারী অস্ত্র-গুলি রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ডিবি পুলিশ এসময় সতেরো রাউন্ড সটগানের গুলি বর্ষন করে। এক প্রর্যায়ে তারা পিছু হটে। এসময় ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয় এবং ডাকাতদের গুলিতে ডিবির এস আই দেলোয়ার হোসেন (পিপিএম),কনস্টেবল মোঃ হাফিজুর রহমান, কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম  আহত হয়।পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি চাপাতি, একটি রামদা ও আটটি খালি কার্তুজ পাওয়া ।অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান গতকাল দুপরে নগরীর আমতলারমোড়স্থ অস্থায়ী পুলিশ কমিশনার কার্যলয়ে এক ব্রিফিংয়ে জানান,নিহত ডাকাত সদস্য এর নাম তাৎক্ষনিক জানা না গেলেও পরবর্তীতে জানা গেছে  নিহত যুবকের নাম আবুল কাশেম(৩৫)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের মোহাম্মদ খানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি ডাকাতির মামলা আছে। কাশেম ডাকাতির সময় নারীদের ধর্ষণ করতেন।বরিশালে বিগত সময়ে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এরপর পুলিশ তাদের নজরদারিতে রাখে। কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়। আ‌রও ডাকা‌তির ঘটনা ঘট‌তে পা‌রে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশি নজরদারি বাড়ানো হয়।এরি ধারাবাহিকতায় শনিবার রাতে ডিবি পুলিশের সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিকের নেতৃত্বে শায়েস্তাবাদ এলাকায় টহল দেওয়ার সময় ডাকাতদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে কাশেম নিহত ও ডিবির এসআই দেলোয়ার হোসেনসহ দু’জন কনস্টেবল আহত হয়। তৎক্ষণিক নিহতের পরিচয় জানা না গেলেও পরে বিভিন্ন থানার সূত্রে তা নিশ্চিত হওয়া যায়।অতিরিক্ত পুলিশ কমিশনার আরো জানান, পুরো ঘটনায় কাউনিয়া থানায় ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর আক্রমণ, হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও